Posts

Showing posts from September, 2020
 জড়তার ভ্রামক বা ঘূর্ণন জড়তা  কোন স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়া এবং গতিশীল বস্তুর গতিতে থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলা হয়। অর্থাৎ জড়তা হচ্ছে গতীয় অবস্থা অক্ষুণ্ণ রাখতে চাওয়ার ধর্ম। এই জড়তার জন্যই বস্তু তার উপর বল প্রয়োগে বেগের পরিবর্তনে বাধা দেয়। কোন বস্তুর জড়তা বেশি, কোন বস্তুর জড়তা কম তা বোঝার জন্য "ভর" নামক একটি রাশির অবতারণা করা হয়। যে বস্তুর জড়তা বেশি তার ভরও বেশি এবং এ ভারী বস্তুটির বেগের পরিবর্তন ঘটাতে হলে তুলনামূলক বেশি মানের বলের প্রয়োজন হবে। উপরের আলোচনা রৈখিক গতিতে চলমান বস্তুসমূহের ক্ষেত্রে। কিন্তু প্রকৃতিতে রৈখিক গতির পাশাপাশি ঘূর্ণন গতি নিয়েও আমাদের ডিল করতে হয়। যেমন, ঘরের দরজার গতি, গাড়ির চাকার গতি ইত্যাদি। এক্ষেত্রে বস্তুসমূহ একটি নির্দিষ্ট ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে ঘুরছে।  নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুর কৌণিক বা ঘূর্ণন গতীয় অবস্থা অক্ষুণ্ণ রাখতে চাওয়ার ধর্ম হচ্ছে ঐ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন জড়তা। ঘূর্ণন জড়তা বস্তুর উপর টর্ক (ঘূর্ণন বল) প্রয়োগে কৌণিক বেগের পরিবর্তনে বাধা দেয়। রৈখিক জড়তা সম্পর্কে ধারণা পেতে শুধুমাত্র বস্তুর ভর, m জানলেই হয় কিন্তু ঘূ...