পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে ভূপৃষ্ঠে কোন বস্তুর ওজনের পরিবর্তন পৃথিবীর নিজ অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। আমাদের প্রত্যেকের ঘূর্ণন বেগ পৃথিবীর ঘূর্ণন বেগের সমান, যেহেতু পৃথিবী আমাদেরকে এবং তার চারপাশের বায়ুমণ্ডলকে সাথে নিয়েই ঘুরছে। এ ঘূর্ণনের কারণে পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত বস্তুসমূহের উপর পৃথিবীর কেন্দ্রের বাইরের দিকে একটি বল ক্রিয়া করে, যাকে আমরা কেন্দ্রবিমুখী বল হিসেবে চিনি। অভিকর্ষ বল আমাদের উপর যেদিক ক্রিয়া করে, এই কেন্দ্রবিমুখী বল তার বিপরীত দিকে ক্রিয়াশীল (অথবা হতে পারে কেন্দ্রবিমুখী বলের উপাংশ ক্রিয়াশীল)। স্পষ্টত, ঘূর্ণনশীল পৃথিবীতে আমরা যে ওজন অনুভব করছি, তা উল্লেখিত দুই বলের লব্ধির ফলাফল। সুতরাং, কোন কারনে যদি পৃথিবীর ঘূর্ণন (আহ্নিক গতি) থেমে যায়, আমরা কিছুটা বেশি ওজন অনুভব করব। কেননা তখন কেন্দ্রবিমুখী বলকে ব্যালেন্স করার জন্য আমাদের ওজন বলের কোন অংশ ব্যয় হবে না। ঘূর্ণনজনিত কারণে মেরু অঞ্চলে ও বিষুবীয় অঞ্চলে ওজন পরিবর্তনে তারতম্য দেখা যায়। যেহেতু পৃথিবীর ঘুর্ণন অক্ষ উত্তর ও দক্ষিণ মেরুর সংযোগ রেখা বরাবর অবস্থিত ( প্রায় ) , তাই মেরু অঞ্...
Posts
Showing posts from October, 2020